• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

কানে হেডফোন দিয়ে গেমস খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদীর জয়দেবপুর রেললাইনের চরভাঙ্গুড়া রেলগেট এলাকায় বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিলেন আশরাফুল ইসলাম (৩৫) নামের এক যুবক। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এর ২৪ ঘণ্টা পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ৩টার দিকে মারা যান তিনি। নিহত আশরাফুল পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

জানা যায়, আশরাফুলসহ কয়েক যুবক শরৎনগর রেলস্টেশনের পাশে রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। তাদের মধ্যে আশরাফুল কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিলেন। এমন সময় ট্রেন এলে অন্যরা রেললাইন থেকে নেমে যান। কিন্তু আশরাফুল তখনো রেললাইনে বসে গেমস খেলছিলেন।

অন্যরা ডাকলেও শুনতে পাননি তিনি। এক পর্যায়ে ট্রেন তার অতি নিকটে এসে হুইসেল দিলে লাফিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে তখন ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা মুমূর্ষু হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

চরভাঙ্গুড়া রেলগেটে দায়িত্বরত একাধিক কর্মচারী বলেন, প্রতি ঘণ্টায় এই লাইন দিয়ে ট্রেন চলাচল করে। এর পরও এলাকার ছেলেরা এসে রেললাইনে আড্ডা দেয়। অনেক নিষেধ করা সত্ত্বেও তারা কোনো কথায় কর্ণপাত করে না। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। রাজশাহী থেকে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।