• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলুর হিমাগার-আড়তে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

মানিকগঞ্জে হিমাগার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি পাইকারি সরকার নির্ধারিত ২৭ টাকা কেজিতে আলু বিক্রির নির্দেশ দেওয়া হয়। সদর উপজেলার জাগীর ও ভাটবাউর হিমাগার এবং আড়তে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করে অধিক মূল্যে আলু, পেঁয়াজ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আম্বালা হিমাগার থেকে বের করা ২১৮৪০ কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে (২৭ টাকা) মানিকগঞ্জের পাইকারি আড়তে বিক্রির নির্দেশ দেওয়া হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।