• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

লেবাননের ভেতরে হামলা করল ইসরায়েল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

লেবাননের ভূখণ্ডের ভেতরে একটি অ্যালুমিনিয়াম কারখানায় শনিবার ইসরায়েল হামলা চালিয়েছে। লেবানিজ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। গত মাসে সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে সবচেয়ে দূরবর্তী হামলার এক সপ্তাহ পর এ হামলা হলো। কারখানাটি ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) হতাহতের কথা উল্লেখ না করে বলেছে, ‘একটি শত্রু (ইসরায়েলি) ড্রোন টাউল ও কেফোরের মধ্যবর্তী রাস্তায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অগ্নিকাণ্ড হয়।’ তবে কেফোরের মেয়র খোদর সাদ বলেছেন, আহত দুই নাগরিকদের গ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র দলগুলোর মধ্যে, প্রধানত হিজবুল্লাহর মধ্যে কয়েক সপ্তাহের মারাত্মক সংঘর্ষ মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ রয়েছে।

এনএনএর তথ্যমতে, ২০০৬ সালে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধের পর লেবাননের দক্ষিণের নাবাতিয়েহ অঞ্চলে এটি প্রথম হামলা। লেবাননের দক্ষিণে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলারও খবর দিয়েছে গণমাধ্যমটি। এর আগে ১১ নভেম্বর ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে লেবাননের উপকূলে জাহরানি এলাকায় একটি খামারে একটি পিকআপে হামলা হয়। এনএনএ হতাহতের তথ্য না দিয়ে সে খবর জানিয়েছিল।

এদিকে হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের উত্তর সীমান্তে আরো পাঁচটি হামলা চালানোর পাশাপাশি ‘ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে একটি ইসরায়েলি হার্মিস ৪৫০ ভূপাতিত করার দাবি করেছে। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা হাশেম সাফিউদ্দীন এক বক্তৃতায় বলেছেন, গাজায় যুদ্ধ অব্যাহত থাকার সময় ‘সব প্রতিরোধ বাহিনী’ ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখবে।

তিনি আরো বলেছেন, ‘এক ফ্রন্টে যুদ্ধবিরতির কথা বলা আর অন্য ফ্রন্টে কথা না বলার কোনো প্রশ্নই নেই।’ হিজবুল্লাহর মিত্র গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালালে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে দুই দেশের সীমান্তে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এএফপির তথ্য অনুযায়ী, গত মাস থেকে আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের পক্ষের অন্তত ৯০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। তবে অন্তত ১০ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি পক্ষের ছয় সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে।