• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

ককটেল বিস্ফোরণ, আহত ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে ভিসি চত্বরে এ ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের (২০১৫-১৫ সেশন) শিক্ষার্থী ও মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম আহত হয়েছেন। মঈনুল ইসলাম বলেন, আমি সূর্যসেন হল থেকে জহুরুল হক হলে যাচ্ছিলাম। যখন ককটেল বিস্ফোরণ হয় তখন আমার খুব কাছেই বিস্ফোরিত হয়। আমি দৌড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ডুকে যাই।

ওখানে যাওয়ার কিছু সময় পর টের পাই আমায় পায়ে রক্ত। তখন এক ছোট ভাইসহ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। পায়ে ছোট ছোট ককটেলের স্প্রিন্টার সদৃশ কিছু বস্তু আটকে ছিল। ওগুলো বের করা হয়েছে।