• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ধামরাইয়ে মন্ত্রী-এমপির গাড়ি দুই ঘণ্টা ভয়াবহ যানজটে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯  

ধামরাই উপজেলার ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কে বংশী নদীর ওপর শরীফবাগ সেতুর উভয় পাশে শনিবার ( ফেব্রুয়ারি) পাঁচ কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পাশাপাশি দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ দীর্ঘ দুই ঘণ্টা যানজটে পড়ে দুর্ভোগ পোহান। একপর্যায়ে এমপি বেনজীর এক কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হন। সময় তাঁদের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের গলদঘর্ম হতে হয় যানজট নিরসনে।

সম্প্রতি একই নদীর ওপর আঞ্চলিক মহাসড়কটির ধামরাই বাজার বাইপাসের আইঙ্গন সেতু পুন:নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছে। কিন্তু গাড়ি চলাচলের জন্য সেতুর পাশে কোনো ডাইভারশন নির্মাণ করা হয়নি। ফলে বাইপাস বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনের চাপ পড়ছে ধামরাই বাজার থেকে শরীফবাগ বাজার পর্যন্ত পুরাতন সড়কের শরীফবাগ সেতুর ওপর। আর এটি পুরাতন বেইলি সেতু। ফলে সরু সেতুটি দিয়ে ধীরে ধীরে গাড়ি চলাচল করে।

গতকাল ছুটির দিনে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে যাওয়া এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এই তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে থাকে। প্রতিমন্ত্রীর গাড়ির সামনে-পেছনে পুলিশের এসকর্ট থাকলেও যানজট নিরসনে তারা ব্যর্থ হয়। খবর পেয়ে ধামরাই থানার অতিরিক্ত পুলিশ গিয়ে দীর্ঘ সময় পর মন্ত্রী-এমপির গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল করাতে সমর্থ হন।

ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানা গেছে, ধামরাইয়ের ঢুলিভিটা থেকে কালিয়াকৈর হয়ে মাওনা পর্যন্ত ৫০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এতে কয়েকটি সরু সেতু ভাঙা হচ্ছে। এগুলোর মধ্যে মহাসড়কের বাইপাস অংশে বংশী নদীর ওপর আইঙ্গনের সেতুটিও ভাঙা হয়েছে। কিন্তু সড়ক জনপথ কর্তৃপক্ষ সেতুটির পাশে কোনো ডাইভারশন তৈরি করেনি। ফলে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকা থেকে শুরু হয়ে ধামরাই প্রধান বাজারের ভেতর দিয়ে শরীফবাগ হয়ে কালিয়াকৈরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।