• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় বাড়ছে বখাটেদের উৎপাত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

সাভারের আশুলিয়ায় বাড়ছে বখাটেদের উৎপাত প্রতিদিনই আশুলিয়ার কোথাও না কোথাও প্রকাশ্যে হয়রানির শিকার হচ্ছে নারী  পোশাক শ্রমিকরা ভয়ে আর পুলিশি ঝামেলা এড়াতে শত অভিযোগ থাকলেও মনের মধ্যে চাপা দিয়ে রাখেন নারী শ্রমিকরা আর যারা অভিযোগ করেন তারাও স্থানীয় রাজনীতিবিদ আর প্রশাসনের সহযোগিতা না পেয়ে আড়ালে চলে যান বলেও অভিযোগ রয়েছে আর এসব নারী শ্রমিকদের হয়রানির নেপথ্যে রয়েছে মাদকাসক্ত বখাটেরা আশুলিয়াতে  ছোট-বড় মিলে প্রায় সহস্রাধিকের মতো শিল্প কারখানা রয়েছে যেখানে কর্মরত আছেন হাজার হাজার নারী শ্রমিক জীবনের তাগিদে অর্থ উপার্জনে দিনরাত ছুটে বেড়াতে হয় তাদের

সম্প্রতি এসব নারী শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন অনেকেই মান সম্মানের ভয়ে নীরব থাকছেন এর পেছনে মূলত রয়েছে এক শ্রেণির মাদকাসক্ত বখাটেরা জামগড়া, জিরাবো, কুরগাঁও, ভাদাইল, গাজীরচটসহ আশেপাশের এলাকাগুলোতে বাড়ছে ধরনের অপরাধ সম্প্রতি জিরাবো এলাকার ফাইভ-এফ এপারেলস কারখানার এক নারী শ্রমিককে হেনস্তা করেন একই এলাকার মাসুম হায়দার একাধিকবার তার পরিবার স্থানীয়দের জানালেও কোনো ফল পাওয়া যায়নি বরং বখাটেদের পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে খারাপ বলে উল্লেখ করে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করেন পরে ওই নারী শ্রমিক প্রথমে বিষয়টি থানা পুলিশকে জানালেও পরে বিভিন্ন কারণে সে নিজেকে গুটিয়ে নেয় স্থানীয়দের অভিযোগ মাসুম চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেও প্রকাশ্যেই নানা অপকর্ম চালাচ্ছে যেন দেখার কেউ নেই মাসুমসহ এমন বখাটেদের কারণে প্রতিনিয়ত চাকরি ছেড়ে এলাকা ছাড়া হচ্ছে অসহায় অনেক পোশাক নারী শ্রমিক ফাইভ-এফ এপারেলস কারখানার ম্যানেজার আশরাফ হোসেন বলেন, কারখানার সামনের একটি ভাংগারি দোকানে মাদকাসক্ত বখাটেরা অবস্থান নিয়ে সন্ধ্যার পর বিভিন্ন আড্ডা বসায় ওই পথে নারী শ্রমিকরা চলাচলের সময় বখাটেরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের হেনস্তা করে বিষয়টি প্রশাসনের নানা দপ্তরকে জানালেও কোনো সমাধান মেলেনি বরং অভিযোগ করার কারণে কারখানার নিরাপত্তাকর্মীদের মারধর করা হয় বাংলাদেশ গামেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম বলেন, নারী শ্রমিকদের উত্ত্যক্ত করার এমন অভিযোগ অনেকেই করছেন আমাদের কাছে তিনি আরো বলেন, এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে ঘটতে পারে আরো ভয়াবহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দীপু বলেন, বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেয়া হবে তিনি আরো বলেন, অনেকেই অভিযোগ দিয়ে আপোষ করে ফেলেন ফলে তাদের শাস্তির আওতায় আনা যাচ্ছে না