• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আশুলিয়ায় বিএনসিসি’র সেন্ট্রাল ক্যাম্পিং সম্পন্ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

সাভারের আশুলিয়ায় বিএনসিসি সেন্ট্রাল ক্যাম্পিং-২০১৯ সম্পন্ন হয়েছে বুধবার (১৩ ফেব্রুয়ারি)  দুপুরে বাইপাইলে বিএনসিসি প্রশিক্ষণ মাঠে ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন, এএফডব্লিউসি, পিএসসি

প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেজর জেনারেল আকবর হোসেন ক্যাডেটদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটরাই জাতির ভবিষ্যত্ তারাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে

১২ দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিংয়ে দেশের ২২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩৯ জন ক্যাডেট এবং ২৫৫ জন সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন প্রতি বছর দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত বিএনসিসি অধিদপ্তরের সেনা, নৌ বিমান শাখার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী বিকাশ, ভ্রাতৃত্ববোধ দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে সেন্ট্রাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়

কুচকাওয়াজে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কুচকাওয়াজ শেষে প্রধান অতিথিকে বিএনসিসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়