• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ভালোবাসার উপহার পদ্মাপাড়ের জারবারা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের পদ্মার পাড়ে পাটুরিয়া এলাকার রিয়াজুল, সত্তারকোকিল এবং বাদশার হাতের পরম মমতায় উৎপাদন করা বাগানে শোভা পাচ্ছে লাল, গোলাপি, সাদা আর হলুদ রঙের জারবারা। ভালোবাসা দিবসে শ্রেষ্ঠ উপহার হিসেবে এই এলাকার জারবারা ফুল ছড়িয়ে পড়বে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের তরুণ-তরুণীদের হাতে।

সরজমিন পদ্মা নদী সংলগ্ন পাটুরিয়া অঞ্চলের আফতাব উদ্দিনের বিশাল জায়গা জুড়ে ফুলের বাগানে গিয়ে দেখা গেল চোখ ঝলকানো লাল, গোলাপি, সাদা আর হলুদ রঙের বিদেশি ফুল জারবারা। পুরো বাগানটি যেনো ঝলমল করছে ১০ রঙা জারবারা ফুলে। ভালোবাসা দিবস উপলক্ষে বাগান থেকে কাটা হচ্ছে ফুল।  রিয়াজুল, সত্তার, কোকিল এবং বাদশা বাগান থেকে ফুল কেটে রাজধানী ঢাকার শাহবাগে পাঠানোর কাজে পুরো ব্যস্ত। আর এই বাগানের জারবারা ফুল ভালোবাসা দিবসে হাজারো  ভালোবাসার মানুষের হাতে পৌঁছাবে। 

বাগানের পরিচর্যায় নিয়োজিত রিয়াজুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, বছর ধরে এই বাগানে জারবারা ফুলের চাষ হচ্ছে। লাল, সাদাগোলাপি, হলুদসহ ১০ রঙের এই ফুল বাগানের মূল আকর্ষণ।