• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

`চামড়া শিল্প নগরীর সব সমস্য দ্রুত সমাধান করা হবে`

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

বর্তমান সরকারকে শিল্পবান্ধব সরকার উল্লেখ করে সাভার চামড়া শিল্প নগড়ীর যাবতীয় সমস্যা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্পনগরী (ট্যানারি) পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী চামড়া শিল্প নগরীর সিইটিপিসহ বিভিন্ন ত্রুতিপূর্ণ স্থান পরিদর্শন করেন।

শিল্পমন্ত্রী আরও বলেনসরকার শিল্প খাতকে আরও উন্নতি করার জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এজন্য ট্যানারিতে চলমনা সমস্যগুলো আমরা পরিদর্শন করতে এসেছি। আমরা এখন সমস্যাগুলোকে কিভাবে স্বল্প সময়ের মধ্যে সমাধান করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করবো।

ট্যানারি পরির্দশনের সময় আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিসিক চেয়ারম্যান বেগম পরাগ, প্রকল্প পরিচালক, চামড়া শিল্প নগরীর ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিকিসহ আরো অনেকে। উল্লেখ্য, সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন কোম্পানিকে মোট ১৫৫ টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১২৩ টি ট্যানারি চালু হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে চালুর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।