• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

অপহরণ নাটক সাজিয়ে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

অপহরণ নাটক সাজিয়ে ঢাকার আশুলিয়ায় শাহাদাত হোসেন নামে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন। বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তিনি এ নাটক সাজিয়েছিলেন বলে জানা গেছে।

আটক শাহাদাত হোসেন বগুড়ার শেরপুর উপজেলার চরপাথালিয়া গ্রামের মো. মিন্টু মণ্ডলের ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের ইয়াংওয়ান পোশাক কারখানায় চাকরি করেন।

আশুলিয়া থানার এসআই বিলায়েত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অপহরণের নাটক সাজিয়ে কথিত অপহরণকারীকে দিয়ে বাবার কাছে এক লাখ টাকা দাবি করেন সে যুবক। তার বাবা পুলিশে অভিযোগ করে দিলে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ভাদাইল এলাকা থেকে তাকে ‘উদ্ধার’ করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলা করা হয়।

এসআই বিলায়েত বলেন, অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে শাহাদাতের বাবা মিন্টু থানায় অভিযোগ করেন। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে তাকে ভাদাইল থেকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে শাহাদাত স্বীকার করেন, বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তিনি এই অপহরণের নাটক সাজিয়েছেন। এরপর প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।