• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঘিওরে মানববন্ধন:অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের ঘিওরে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সদরে ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনশেষে এলাকাবাসীদের একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে নবনির্মিত ব্রিজের সামনে গিয়ে শেষ হয়।

মশিউর রহমান রশিদের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন রেজাউল করিম রেজু, মোহাম্মদ উল্লাহ খান মঞ্জু, কৃষক মোকলেছ উদ্দিন, একলাছ উদ্দিন, জয়নাল আবেদিন, মঞ্জু খান, আঙ্গুরী বেগম, রেনু বেগম প্রমুখ।

সূত্রমতে, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে আরিচা (বরংগাইল) ঘিওর-দৌলতপুর -টাঙ্গাইল সড়কে ৩৮.৩৭ কোটি টাকা ব্যয়ে ১০৩.৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজের জন্য প্রায় দেড় একর ভূমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু এখনো ভূমির অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়নি। চলতি বছরের জুনেই সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হওয়ার কথা।

জমির মালিকদের অভিযোগ, সরকারি কাজের সুবিধার্থে তারা তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। কিন্তু এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তারা। দ্রুত ক্ষতিপূরণের টাকা না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম জানান, জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে। মানববন্ধনের কথা জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি বলেছেন, আগামী ৮/১০ দিনের মধ্যেই নিয়ম অনুযায়ী জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে জমির মালিকরা তাদের টাকা পেয়ে যাবেন বলে তারা আমাকে জানিয়েছেন।