• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সিঙ্গাইরে সাইবার ক্রাইম ও নিরাপত্তা শীর্ষক সেমিনার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

“নিরাপদ হোক সাইবার জগৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে সাইবার ক্রাইম নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

ইরিতা ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাইবার নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। সংস্থার পরিচালক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিঙ্গাইর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান ও সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।

নিরাপত্তা ও প্রযুক্তি আইন বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, সাইবার জগতে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতনার অভাবে ফেসবুক ও ইমেইল হ্যাকিং, তথ্য চুরি, অনুমতি ছাড়া ছবি ব্যবহার, ভুয়া একাউন্ট তৈরিসহ নানাভাবে হেনস্তা করে থাকে হ্যাকাররা। অনেক সময় ব্ল্যাকমেইল করে জনসাধারণকে ক্ষতি সাধন করা হয়। তাই নিরাপদে ফেসবুক, ইমো, ভাইভার, হটসঅ্যাপ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

এ সময় ইরিতা ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের মহাব্যবস্থাপক সানজানা ফাহরীন, ঢাকা জজ কোটের আইনজীবী আলমগীর বাদশা, ছাত্রলীগ নেত্রী সাদরীন সুমি, সাপ্তাহিক চিত্রমেলার সম্পাদক সুজন মাহমুদ ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমানসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।