• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সাভারে স্কুলছাত্র হত্যার ঘটনায় ২ কিশোরের স্বীকারোক্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মার্চ ২০১৯  

সাভারের চাপাইন এলাকায় ছুরিকাঘাতে স্কুলছাত্র সোহাগ (১৬) হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই কিশোর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর হত্যার দায় স্বীকার করে জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার (০১ মার্চ) চাপাইন এলাকার সিআরপির মেলায় সোহাগের সঙ্গে প্রান্ত ও মিঠুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রান্ত সোহাগের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গ্রেফতার ওই দুই কিশোরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ভেতরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় সোহাগকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য প্রান্ত মিঠুকে আটক করা হয়। পরে নিহতের বাবা সাইদুল ইসলাম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।