• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক নারী দিবসে আশুলিয়া থানার আয়োজনে র‍্যালি, আলোচনা সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ ওমেন্স নেটওয়ার্ক এর পক্ষে আশুলিয়া থানার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) ঢাকার সাভারের আশুলিয়ায় থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

আশুলিয়া থানার সুযোগ্য অফিসার ইন-চার্জ শেখ রিজাউল হক দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম(বার), পিপিএম। এসময় থানার ওসি (তদন্ত) সহ অন্যান্য কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- 'সবাই মিলে জাগো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো' কে সামনে রেখে আশুলিয়া থানার নারী ও পুরুষ সদস্যগণ এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি থানা প্রাঙ্গণে শুরু হয়ে আশেপাশের শিল্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়।

 

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে উভয়ের সমতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।