• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ডাকসু-হল সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিন তরুণ তরুণী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে হলগুলোর শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

আর এই উৎসাহ-উদ্দীপনার মাঝে মানিকগঞ্জের ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রার্থী হিসেবে হাজির হয়েছেন। তারা হলেন, মোঃ কাউছার হোসেন- মুক্তিযোদ্ধা হল ছাত্র সংসদ এ সমাজকল্যাণ  সম্পাদক পদপ্রার্থী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৪-১৫ বর্ষের ছাত্র , সুমিতা হালদার-তিনি সুফিয়া কামাল হল সংসদ এ সহ সাধারণ  সম্পাদক পদপ্রার্থী এবং ভাস্কর্য বিভাগ, চারুকলা অনুষদ এর ছাত্রী এবং নুসরাত জাহান সুরমা- রোকেয়া হল সংসদ এ সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। তিনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ বিএসএস (সম্মান) ৩য় বর্ষের ছাত্রী। এরা নিজ নিজ হল থেকে নির্বাচন করছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তারা মানিকগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে তারা জানান, যদি সুযোগ পাই তাহলে মানিকগঞ্জের ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই । ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মানিকগঞ্জের ছাত্রছাত্রীদের আবাসন সমস্যার সমাধান, ক্যান্টিনে খাবারের মান উন্নতকরণ সহ প্রশাসনের কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করবো। পাশাপাশি সাধারণ ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও কাজ করবে বলেও জানান তারা ।