• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সাংসদের কাছে ফোন করার পরদিনই বিদ্যুৎ পেল গ্রামবাসী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা (ঋষি পাড়া) গ্রামে প্রায় শতাধিক লোকের বসবাস। দেখে মনে হবে আশে-পাশের গ্রাম থেকে একটু  আলাদা।  গ্রামের চারপাশে বাঁশ ঝাড় আর গাছে ঢাকা। 

সন্ধ্যা নামলেই গ্রামটি নিস্তব্ধ হয়ে পড়ে। এখানে বাস করে শতাধিক  হিন্দু ধর্মাবলম্বী ঋষি সম্প্রদায়ের লোকজন। তারা বাঁশ বেত দিয়ে ঝুড়ি বানিয়ে  তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। অভাবের কারণে বেশিরভাগ পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়া থেকে বঞ্চিত।

গ্রামে বিদ্যুৎ নেয়ার জন্য গত বছর একজন দালালের মাধ্যমে আবেদন করেন তারা। ওই সময় দালাল ৬০ হাজার টাকা নেয়। পরে বিদ্যুতের খুঁটি স্থাপন করলেও সংযোকের জন্য আরো এক লাখ টাকা দাবি করা হয়। 

টাকা দিতে না পারায় অন্ধকারে থাকতে হচ্ছিল  বলে জানান স্থানীয়রা। জানা গেছে, এ নিয়ে গত সাপ্তাহে ইমদাদুর রহমান নামে  স্থানীয় এক ছাত্রলীগ নেতা বিষয়টি  স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়কে ফেসবুকের মেসেঞ্জারে জানান।

ঘটনা শোনার পর এমপি দুর্জয় তাৎক্ষণিকভাবে বিষয়টি মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মরত জিএমকে বিদ্যুসংযোগ দেবার জন্য নির্দেশ দেন। পরে গত বুধবার ওই গ্রামে কোনো টাকা ছাড়াই ৩০টি বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়।
 
এ বিষয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া। আর আমি সেই লক্ষে আমার নির্বাচিত এলাকায় কাজ করছি। ইতোমধ্যে তিন উপজেলায় শত ভাগ বিদ্যুতায়নের পথে। আর এ বিষয়টি আমি প্রথমে স্থানীয় তেওতা ইউনিয়ন ছাত্রলীগ শাখার সহ-সভাপতি ইমদাদুরে কাছে থেকে অবগত হই। পরে আমি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ
সমিতির জিএম কে বিষয়টি দেখার জন্য বলি

তিনি আরো বলেন, আমার আসনের সব এলাকার যে কোনো সমস্যা আমাকে জানালে দ্রুত সমাধানের চেষ্টা করি। উন্নয়নের ক্ষেত্রে কারো সাথে আমার আপস নেই বলেও তিনি জানান।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ওবায়েদুর রহমান  বলেন,  বিষয়টি আমি অবগত ছিলাম না। এমপি মহোদয়ের কাছ থেকে ঘটনা শুনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।  বিদ্যুতের নতুন সংযোগ দিতে কোনো টাকা লাগে না। কেউ এ রকম প্রতারণা করে থাকলে অভিযোগ পেলে  তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।