• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সোনালী আঁশ আবার ফিরে আসবে –বস্ত্র ও পাট মন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সারাদেশে পাটের সোনালী আঁশ  আবার ফিরে আসবে মানুষ এখন প্লাস্টিক বর্জন করছে, প্লাস্টিক  ব্যবহার  করায়  পাটে দুর্যোগ নেমে এসেছিলো। নতুন আইটেম ও ডিজাইন দিয়ে পাটের পণ্য তৈরি করতে হবে।

গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)’র নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি নিজেও দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। আমার  মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। মন্ত্রাণলয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি  করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ।