• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে স্কাউটদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো: আব্দুল হামিদ বলেছেন, স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিং এর ভূমিকা অনন্য। স্কাউটরা সমাজ সেবামূলক কাজের পাশাপাশি বিভিন্ন দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরো সুন্দর করে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা।

বিশেষ করে শিশু কিশোর ও যুবকদের মাদক ও ধর্মীয় সম্প্রদায়ীকতা সন্ত্রাস-জঙ্গীবাদের বিষবাষ্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং এর ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিং এ পারে ভবিষ্যতে প্রজন্মকে আধুনিক ও প্রগতিশীল সৃজনশীল গড়ে তুলতে।

তিনি গতকাল রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৭দিন ব্যাপী ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো জাম্বুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে রাষ্ট্রপতি জাম্বুরি ময়দানে পৌছলে বাংলাদেশ স্কাউটসের সভাপতি প্রধান জাতীয় কমিশনারসহ স্কাউট কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান। এর আগে মহামান্য  রাষ্ট্রপতিকে জাম্বুরির স্কার্ফ, ব্যাজ, ওয়াগেল ও টুপি পড়িয়ে দেওয়া হয়। এছাড়া বয় স্কাউটস অব আমেরিকার প্রেসিডেন্ট ডেন ওনবে ও ইংল্যান্ডের ফিলিপস রবার্টকে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র প্রদান করেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট।

রাষ্ট্রপতি জাম্বুরি উদ্বোধন উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাশে স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান কবীর বক্তব্য রাখেন।