• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় মহাসড়কের তলদেশে পাইপ ফেটে গ্যাস নির্গত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার থানার সামনের সড়কে গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ লাইন ফেটে অবিরত গ্যাস নির্গত হচ্ছে। গতকাল রবিবার রাতে হঠাৎ ওই স্থানের মূল সঞ্চালন লাইনের পাইপ লিকেজ হওয়ায় ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সামনে মহাসড়কের মাঝখানে দিয়ে যাওয়া গ্যাসের পাইপ লাইন দিয়ে গ্যাস বের হচ্ছে। সেখানে একটি কালভার্ট রয়েছে। পাইপ লাইন ফুটো হওয়ার ফলে ড্রেনের ওই স্থানের পানি দেড় থেকে দুই ফিট পর্যন্ত ওপরে উঠছে। আশুলিয়ার থানার এলাকার সার্জেন্ট সাহারিয়ার বলেন, বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে সাভার জোনাল অফিসকে জানানো হয়েছে। তিতাস গ্যাসের সাভার জোনাল অফিস থেকে এর দূরত্ব মাত্র ৩০ মিনিটের রাস্তা। ভোরে এ দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ এটা মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলেও তিনি অভিযোগ করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়েছি। পরে ঢাকার অফিসের অপারেশন টিমকে বলা হয়েছে। তারা এটি মেরামতের জন্য এরই মধ্যে ঘটনাস্থলে গেছে।

তবে এ ব্যাপারে আশুলিয়ার ওই এলাকায় উন্নয়ন কাজে নিয়োজিত কয়েকটি সংস্থা পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। এসব সংস্থাও একই সঙ্গে এই বিপর্যয় ও দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে কাজ শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তারা জনদুর্ভোগ কমাতে ও জাতীয় সম্পদ রক্ষায় সবাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।