• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

জাবিতে সৈয়দ সফিউল্লাহ্ ট্রাস্ট ফান্ড বৃত্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লাহর নামে ‘সৈয়দ সফিউল্লাহ্ ট্রাস্ট ফান্ড-বৃত্তি’ চালু করা হয়েছে। অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লাহর স্ত্রী মাজেদা সফিউল্লাহ (অধ্যাপক, সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউট,ঢাবি) এই বৃত্তি চালু করলেন।

সোমবার সকাল ১১ টায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলমের অফিস কক্ষে তাঁর নিকট এ উপলক্ষে পাঁচ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন অধ্যাপক মাজেদা সফিউল্লাহ।

রসায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি পর্যায়ক্রমে ৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। বৃত্তির উদোক্তা অধ্যাপক মাজেদা সফিউল্লাহ কমিটির স্থায়ী সদস্য হিসেবে থাকবেন। তবে দাতার অনুপস্থিতিতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লাহর মেয়ে মেহনাজ তৌফিক।

এ সময় সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, রেজিস্ট্রার রহিমা কানিজ, আইবিএ-জেইউ-এর পরিচালক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ রাফিউল হক, রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল আবছার, পরিবেশ বিজ্ঞানের সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন ভুঁইয়া, উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. আবুল কালাম আজাদ ও এ বি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বৃত্তি রসায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীদের মধ্যে ৩য় বর্ষের ফলাফলের উপর ভিত্তি করে প্রদান করা হবে।