• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

জিয়া ও তমিজ উদ্দিনের দ্বন্দ্ব এখনো তাজা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

ধামরাইতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনের দ্বন্দ্ব এখনো কাটেনি। 
জিয়াউর রহমানের সঙ্গে তমিজ উদ্দিনের দ্বন্দ্ব ১৯৯২ সাল থেকে।  চারবার এমপি নির্বাচিত হওয়ার পরও মন্ত্রিত্ব না পাওয়ার বেদনায় জিয়াউর রহমান ২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দেন। 
নেতৃত্ব সংকট দেখা দিলে  তমিজ উদ্দিন বিএনপি’র হাল ধরেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান আবার এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। 
বর্তমান সরকারের অধীনে দুটি উপজেলা নির্বাচনে তমিজ উদ্দিনের বিপক্ষে অবস্থান নেন জিয়াউর রহমান। এতে তাদের দ্বন্দ্ব  আরো চাঙ্গা হয়। দ্বন্দ্বের কারণে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। এই আসনে নেতাকর্মী শুন্য হতে শুরু করেছে বিএনপি’র।