• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

আজ ১৮ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৪৮তম মৃত্যুবার্ষিকী।

দিবসটি উপলক্ষে আজ আলোচনা সভা, দোয়া মোনাজাত ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন গ্রামে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শাহীদ হন তিনি।

১৯৭১ সালের ১৬ এপ্রিল মোস্তফা কামালের নেতৃত্বে একটি মুক্তিযোদ্ধাদের দল ব্রাক্ষ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসা পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য আখাউড়ার দরুইন গ্রামে অবস্থান নেয়। সংখ্যায় বেশি ও আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সাথে মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের ছিলো অদম্য মনোবল। প্রচণ্ড ঝুঁকির মধ্যেও মুক্তিযোদ্ধারা শত্রুর জন্য প্রস্তুত থাকে অস্ত্র হাতে। তার বীরত্বের কারণে সহযোদ্ধাদের প্রাণ রক্ষা পেয়েছে।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে দরুইনের মাটিতে সমাহিত করা হয়।