• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

নড়াইলে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার সকালে ট্রাফিক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এখন থেকে নিয়মকানুন মেনে চলার অভ্যাস করতে হবে।তাহলে আগামী দিনগুলোতে নিয়মের ব্যত্যয় ঘটবে না। এছাড়া স্কুল ছাত্রদের অপরিণত বয়সে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশ দেন তিনি। 

বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের অন্যতম বাহন বাইসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে সর্তকভাবে চলাচলের অনুরোধ জানান। 

পরে ছাত্রদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।