• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পদ্মায় দুই স্পিডবোটে সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বৃহস্পতিবার রাতে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় সাত-আটজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

নিহত মুরাদ হোসেন খিলবাড়ি গুলশান মডেল টাউনের ইসমাইল হোসেনের ছেলে।

আহতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কান্দিরপাড় গ্রামের শাজাহান সরদারের ছেলে স্পিডবোট চালক আল-আমিন ও ঢাকার দিলকুশার সানফ্লাওয়ার ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, রাত ৯টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে দুটি স্পিডবোটের সংঘর্ষে মুরাদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মুরাদ শিবচরের নিলখীতে শ্বশুরবাড়িতে আসছিলেন তিনি।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আফানুর রহমান আদনান জানিয়েছেন, আহত তিনজনকে শিবচর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে আল-আমিন নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।