• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরগুনায় ঝড়ো হাওয়া ও বর্ষণ শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ফণি'র প্রভাবে বরগুনায় ঝড়ো হাওয়া ও বর্ষণ শুরু হয়েছে। সকাল থেকে গুমোট আবহাওয়া বিরাজ করলেও দুপুর থেকেই দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়। ভরা কটাল ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার বলেশ্বর বিষখালী ও পায়রা নদের পানি বৃদ্ধি পেয়েছে। 

ফণি মোকাবিলায় এরইমধ্যে জেলা প্রশাসন সার্বিক প্রস্ততি নিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৩৪৫ আশ্রয়কেন্দ্র। প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টার পর নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হলেও কেন্দ্রে আশ্রয় নেয়া শুরু করেনি মানুষ। 

বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও আশাপাশের নদ-নদীতে নৌকাগুলো নিরাপদে তীরে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ফেরি, খেয়া, অভ্যন্তরীণ ও রাজধানীগামী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।