• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম বন্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণি'র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তজার্তিক নদী বন্দরের কার্যক্রম। বন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ। এসব কার্গো জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই অভ্যন্তরীণ রুটে সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে আশুগঞ্জ থেকে নবীনগর-গৌকর্ন ঘাট, সাচনা, মারকুলি, অষ্ট্রগ্রাম, বাঙ্গলপাড়া, কামাইল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে।  

আশুগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এরইমধ্যে আশুগঞ্জ বন্দরকে ২নম্বর সতর্কতা সংকেট দেখাতে বলা হয়েছে। শুক্রবার রাতে আশুগঞ্জ বন্দরে ফণি আঘাত আনতে পারে।

আশুগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর থেকেই সকল নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।