• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সুনামগঞ্জে ফণির প্রভাবে ফুঁসে উঠছে নদী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ফুঁসে উঠছে সুনামগঞ্জের সুরমা নদীসহ জেলার ১১টি উপজেলার সব নদীর পানি। পানি বৃদ্ধি পেয়ে এখনো কোনো ফসল রক্ষা বাঁধের ক্ষতি করতে না পারলেও খালে ও ডোবায় পানি প্রবেশ করার ফলে ছোট ডিঙ্গি নৌকাতেই ফসল পারাপার করছে কৃষকরা।

তাছাড়া ঘূর্ণিঝড় ফণির সতর্কতা থাকায় কৃষি জমির ফসল কর্তন করে তা ঘরে তুলতে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক। গত দুইদিনে সুরমা নদীর পানি আনুমানিক ৫-৭ ফুট বেড়েছে। এছাড়াও জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, বিশ্বম্ভলপুর, ছাতক, দোয়রা বাজার, জগন্নাথপুরসহ ১১টি উপজেলার বিভিন্ন নদীর পানি বেড়েছে।
   
জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবু সিদ্দিক ভূঁইয়া বলেন, সুনামগঞ্জ সীমান্তের ওপারে চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় ফণির প্রভাবে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ভারতীয় পানি উন্নয়ন বোর্ড। ৩০ এপ্রিল চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ১ দশমিক ৫৭ মিলিমিটার এবং গত বুধবার (১মে) দুপুর পর্যন্ত ৩ দশমিক ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো ৬ মিটার পানি বাড়লে ফসল রক্ষা বাঁধ উপচে হাওরে আগাম বন্যার পানি প্রবেশ করবে। 

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে এরমধ্যে হাওরের ৮০ ভাগ জমির পাকা ধান কেটে ফেলেছেন কৃষকরা।

এদিকে, চলতি মাসে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যাদের জমিতে পাকা ধান রয়েছে, সেগুলো কেটে ফেলার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের ডিসি আব্দুল আহাদ।