• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

নীলফামারীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে শুক্রবার সকালে বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অটোচালক মিন্টু ও যাত্রী আফতাব হোসেন। তাদের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায়।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নীলফামারী অভিমুখে বাসটি ওয়াপদা গেটের সামনে পৌঁছলে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোচালক মিন্টু নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় দুই যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফতাব হোসেনের মৃত্যু হয়। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে।