• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

হালদা দূষণে এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলার নির্দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা দূষণের অভিযোগে হাটহাজারীর এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাউজানের সত্তারঘাট এলাকায় পোনা সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশ দেন তিনি।

asian-paper

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হালদাপাড়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। সেখানে পোনা সংগ্রহকারীরা হালদা দূষণ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। এ সময় এশিয়ান পেপার মিলের হালদা দুষণের বিষয়টিও তুলে ধরা হয়। তারা জানান, পেপার মিলের বর্জ্য বিভিন্ন খালের মাধ্যমে হালদা নদীতে গিয়ে পড়ে।

asian-paper

অভিযোগ শুনে সচিব একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ্দৌলাহকে এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও বলা হয়।