• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্যপদ প্রদান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। সভায় ডাকসু সদস্যদের সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে এটি করা হয়েছে বলে জানিয়েছেন এজিএস সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় ডাকসু ভবনে কার্যনির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও পদাধিকার বলে ডাকসু সভাপতি অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

জানা যায়, সভায় এক কোটি ৮৯ লাখ টাকার বাজেটও পাস হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য-বীমা, ক্যাম্পাসে গণপরিবহণ নিয়ন্ত্রণ ও রিকশাভাড়া নির্ধারণ ও ২৩ মার্চে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

তবে প্রধানমন্ত্রীর সদস্য পদের ব্যাপারে ভিপি নুর বলেন, ‘আমরা শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করেছি। কারণ, বিতর্কিত ডাকসু নির্বাচন হয়েছে। এই ডাকসুতে প্রধানমন্ত্রীর মতো একজন সম্মানিত ব্যক্তিকে আজীবন সদস্যপদ দেওয়া মানায় না। এছাড়া ডাকসুর গঠনতন্ত্রেও এধরনের কোনও বিষয় নেই। তারা কীভাবে এধরনের প্রস্তাব তোলেন তা আমাদের কাছে বোধগম্য না।’  

উল্লেখ্য, ২৩ মার্চ প্রথম কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ প্রদানের প্রস্তাব তোলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি। ডাকসুর ২৫টি পদের মধ্যে ছাত্রলীগ মনোনীত প্যানেলের ২৩ জন এই প্রস্তাব সমর্থন করেন। কিন্তু বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত ভিপি নুরুল হক নুর এবং সমাজসেবা সেবা সম্পাদক আকতার হোসেন এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। দ্বিতীয় সভাতেও একই মতামত বহাল থাকে।