• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শ্বশুর-শাশুড়ি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০১৯  

বগুড়ায় ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শ্বশুর-শাশুড়ি। এ ব্যাপারে ছেলের বউয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ছেলেও।

সদরের কৈ পাড়া হিন্দু পল্লীর এ শ্বশুর-শাশুড়ি হলেন ৯৪ বছর বয়সী রামেশ্বর চন্দ্র রায় ও তার স্ত্রী রাধা রানী রায়। তারা বৃহস্পতিবার দ্বারস্থ হয়েছিলেন বগুড়া প্রেস ক্লাবের।

সংবাদ সম্মেলনে রামেশ্বর ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমরা মরে গেলেতো শিবুই সম্পত্তির মালিক হবে। কিন্তু ওই সম্পত্তির লোভে কেন সে আমাদের মরার আগেই মেরে ফেলতে চায়, কেন আমাদের নিজের ছেলে ও ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াতে হবে?

রামেশ্বর রায়ের অভিযোগ, তার ছেলে বগুড়া সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু রায় ও শিবুর স্ত্রী আঁখির লোভ তার বসত ভিটার ওপর। ছেলে ও ছেলের বউয়ের ইচ্ছা অনুযায়ী বসত ভিটা তাদের নামে লিখে না দেয়ায় তিন বছর ধরে চলছে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন।

নির্যাতনের ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত আড়াইটায় তাদের শয়ন কক্ষে প্রবেশ করে শিবু ও তার স্ত্রী তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চেষ্টা করে। টের পেয়ে বাধা দিলে শিবু রামেশ্বরের স্ত্রী রাধা রানীর মাথায় ইঁট দিয়ে আঘাত করে। এ ঘটনার পরে বৃদ্ধ রামেশ্বর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।