• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

অলংকার কেনায় ব্যস্ত নারীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুন ২০১৯  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের পোশাক কেনাকাটা শেষে অলংকার কেনায় ব্যস্ত সময় পার করছেন নারীরা।

পৌরশহরসহ উপজেলা বিভিন্ন মার্কেটে অলংকার কেনাকাটা করতে নারীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।

মার্কেটগুলোতে ব্যবসায়ীরা কানের দুল, চুড়ি, আংটি,বালা, নেকলেস. চেইন, ব্রেসলেট, হার, পায়েল, মালাসহ বিভিন্ন প্রকারের মালামাল সাজিয়ে রেখেছেন। সঙ্গে রেখেছেন নানা প্রকার প্রসাধনী সামগ্রী।
 
সড়ক বাজারের ব্যবসায়ী মো. ফজলে রাব্বি, আনোয়ার হোসেন, জামাল মিয়া, নেওয়াজ বলেন, ইমিটেশনের জিনিসের ভাল চাহিদা রয়েছে। কিন্তু সামনে ঈদ থাকায় চাহিদা কয়েকগুণ বেড়েছে। এখানে কান ও গলার সেট ২৫০টাকা থেকে এক হাজার টাকা, চিকন চুড়ি ১৫০-৩০০, বালা ২০০-৫০০, চেইন ৭০-২৫০, আংটি ৭০-৩৫০, কানের দুল ৮০-৫০০, নেকলেস ১৫০-৩০০, ব্রেসলেট ২০০-৪৫০, হার ২৫০-১২০০টাকা বিক্রি করা হচ্ছে।
 
পৌর শহরের দেবগ্রামের মোছা. লাকী আক্তার বলেন, এবার ঈদে নিজের জন্য একটি শাড়ি ও মেয়ের জন্য থ্রিপিস কেনা হয়েছে। এখন পোশাকের সঙ্গে অলংকার কিনতে এসেছি। তাই শাড়ি ও থ্রিপিসের সাথে মিলিয়ে কানের দুল ও পাথরের গলার সেট কিনব।
 
তানজিনা আক্তার বলেন, থ্রিপিস’র সঙ্গে মিলিয়ে চিকন চুড়ি, কানের দুল ও আংটি কিনতে এসেছি। পাশাপাশি একটি মেহেদি কেনা হবে। কারণ মেহেদি ছাড়া ঈদের সাজ অসম্পূর্ণ।