• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন ১৮৮ বিদেশি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণের জন্য নয়টি বিদেশি সংস্থা ও বিভিন্ন বিদেশি মিশনের ১৮৮ জন পর্যবেক্ষক সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরাও বিস্তৃত পরিসরে এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়টি বিদেশি সংস্থা, প্রায় এক ডজন বিদেশি মিশনের ১৮৮ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিদেশি সংস্থাগুলো হচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অব ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অব সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস, দীপেন্দ্র কেন্দিল ইনস্টিটিউট এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বিদেশি মিশনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আয়ারল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্কসহ অন্যান্য মিশন। এ ছাড়া অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, সামোয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, ফিলিস্তিন, শ্রীলংকা ও ফিলিপাইন থেকে পর্যবেক্ষকরা আসছেন নির্বাচন পর্যবেক্ষণের জন্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিসি, ডয়েচে ভেলে, নিউইয়র্ক টাইমস, এএফপি, এপি, টাইমস অব ইন্ডিয়া, জিনিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরাও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর বাইরে ১১৮টি স্থানীয় সংস্থার ২৫ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।