• শনিবার ১০ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯  

নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল পৌনে এগারোটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। এর আগে সকালে পৌনে দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নবগঠিত মন্ত্রিসভা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান শহীদদের জন্য নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে অনুভূতি লিপিবদ্ধ করেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। সোমবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পড়ান। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি।