• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পাট শিল্পকে এগিয়ে নিতে পলিথিন পরিহারের আহ্বান বস্ত্রমন্ত্রীর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

পাট শিল্পকে এগিয়ে নিতে সকলকে পলিথিন পরিহারের আহ্বান জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার নিজ বাসভবনে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা যে হারে পলিথিন ব্যবহার করছি, তাতে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পলিথিন পরিহার করলে ক্ষতিকর এ প্রভাব থেকে আমরা বাচঁতে পারি। তাই ক্ষতিকর পরিবেশ থেকে মুক্তি পেতে আমরা সকলে পাটজাত পণ্য ব্যবহার করতে পারি। সাংবাদিকরা পলিথিন পরিহার নিয়ে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

কলামিস্ট, গবেষক, লেখক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন, সাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ, শফিকুল আলম ভুইয়া, আশিকুর রহমান হান্নান, এসএম শাহদাত, জাহাঙ্গীর আলম হানিফ, আরিফ হাসান আরব ও সাইফুল ইসলামসহ প্রমূখ।