• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

৬৯ অর্থপাচারকারীর তথ্য জমা হাইকোর্টে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

অর্থপাচারকারী ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। প্রতিবেদনে পানামা ও প্যারাডাইস পেপারসে থাকাদের নামই দেয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কানাডায় অর্থপাচার করা কারো নাম দেয়া হয়নি এ প্রতিবেদনে।

ঐ দুই তালিকায় থাকা আব্দুল আউয়াল মিন্টু ও তার পরিবার, দিলীপ কুমার মোদী ও তার পরিবারসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে ২০২০ সালে অর্থপাচারকারীদের তালিকা চায় হাইকোর্ট।

গত দেড় বছরেও পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি সংস্থাগুলো। এ সপ্তাহে আবার সময় আবেদন করে বাংলাদেশ ব্যাংক, দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। এক সপ্তাহ সময়ও মঞ্জুর করেছে হাইকোর্ট। পরে দুপুরে এ তালিকা দাখিল করা হয় হাইকোর্টে।

বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন ব্যাংক বিশেষ করে সুইস ব্যাংকসহ সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে যেসব টাকা পাচার হয়েছে তার তথ্য নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের প্রতিবেদন জমা দিয়েছিল।