• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের সফল পদক্ষেপে মিলছে সুফল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

২০১৯ সালে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করেছে নতুন সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাতে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ‘ডিজিটাল’ ব্যবস্থায় প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষার দিন সকালে জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই এলাকাতেই প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। প্রয়োজন হলে পরীক্ষা কেন্দ্রে প্রিন্টার বসিয়ে কিংবা ওই এলাকার সুরক্ষিত কোন স্থানে প্রশ্নপত্র ছাপা হবে। পরীক্ষার দিন সকালে কেন্দ্রসচিব ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রশ্নপত্রের যে সেটে পরীক্ষা হবে, তার সিলগালা করা প্যাকেট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন সময়ে কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নফাঁস রোধে তাদের সহায়তাও কামনা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া নজরদারি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পদক্ষেপগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে তৎপর রয়েছে একাধিক কুচক্রী মহল। তবে সরকার সকল ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে, যেটি জাতির জন্য আশাব্যঞ্জক। দেশের মেধা রক্ষা করতে হলে সরকারকে আরো কঠোর হতে হবে। কারণ আগামীর চ্যালেঞ্জিং পৃথিবীতে মেধার বিকল্প নেই।