• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অপহৃত ইবির ছাত্র উদ্ধার : ২৫ লাখ টাকাসহ অপহরণকারী গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

মুক্তিপণের দাবিতে যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণের আটদিন পর রোববার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মুক্তিপণের ২৫ লাখ টাকাও উদ্ধার করা হয়।

অপহরণকারীর নাম তাহিরুল ইসলাম ওরফে পারভেজ (২২)। অপহৃতের নাম শরিফ বিন মোহাম্মদ সাগর (২২)। সাগর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, গত ২২ জানুয়ারি র‌্যাব-১০ অফিসে অপহৃতের বাবা মোহাম্মদ হোসেন (৬৮) অভিযোগ দাখিল করেন যে, তার ছেলে শরিফ বিন মোহাম্মদ সাগর (২২) গত ১৯ জানুয়ারি পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মসজিদে নামাজ আদায় করতে গেলে কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাসায় ফেরেননি।

ছেলে সাগরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরে ওইদিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সাগরের মোবাইল নম্বর থেকে ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে সাগর আমার কাছে আছে, ৪৮ ঘণ্টার মধ্যে ২৫ লাখ টাকা জোগাড় রাখবেন।’ পরে ৭২ ঘণ্টা পর কল করার কথা বলে ফোন বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মুক্তিপনের ২৫ লাখ টাকা চেয়ে এসএমএস করা হয়। মুক্তিপণ না দিলে তার ছেলেকে হত্যার হুমকি দেয়া হয়।

অপহৃতের বাবা মোহাম্মদ হোসেন বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। ডিএমপি যাত্রাবাড়ী থানার মামলা নং ৬৭। বিষয়টি র‌্যাব-১০ এর অধিনায়ক অবহিত হবার পর দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

এরই প্রেক্ষিতে রোববার দুপুর ১টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত শরিফ বিন মোহাম্মদ সাগরকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো. তাহিরুল ইসলাম ওরফে পারভেজকে (২২) মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত যুবক শরিফ বিন মোহাম্মদ ওরফে সাগর (২২) কুষ্টিয়া ইসালামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।