• শনিবার ১০ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার বিকেল ৫টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিউআর-৬৩৮ ফ্লাইটে ২৬ যাত্রী নিয়ে বিমানটি দোহা থেকে ঢাকায় আসে। যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের এয়ারবাসটি জরুরি অবতরণ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরি অবতরণ করেছিল। কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে তিনশ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশে রাত ৮টার দিকে যাত্রা করে। উড্ডয়নের পর পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ না করায় ফের ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। জরুরি অবতরণের আগে বিমানের ওজন কমাতে তেল কমানো হয়। এজন্য আকাশে বেশ কিছু সময় উড্ডয়ন করে বিমানটি।