• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

মেঘনা নদীতে জেগে ওঠা চরের নাম ‘আয়েশা’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে নতুন জেগে ওঠা চরকে ‘আয়েশা’ নামকরণ করা হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চর আয়েশার উদ্বোধন করেন। এ সময় নতুন চরে গাছের চারা রোপণ করেন তিনি।

এতে উপস্থিত ছিলেন- চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, সুখচর ইউনিয়ন পরিষদের সদস্য আলা উদ্দিন ও হাতিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ফিরোজ উদ্দিন প্রমুখ।

noakhali-chor

বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলা নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর চারপাশে নতুন নতুন চর জেগে ওঠছে। চরকিং ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে প্রায় ২০০০ হাজার হেক্টর ভূমি নিয়ে জেগে ওঠে নতুন একটি চর। নলচিরা রেঞ্জের অধীনে নতুন এই চরের নাম স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের নামে নামকরণ করা হয় ‘চর আয়েশা’। চরটিতে ২০১৮-১৯ অর্থ বছরে ৫০০ হেক্টর ম্যানগ্রোভ বাগান ও ২০১৯-২০ অর্থ বছরে ৩০০ হেক্টর ঝাউ বাগান সৃজনের প্রস্তাব করা হয়েছে।