• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ডিসিসি মার্কেটে মনোরম পরিবেশে অবৈধ ‘সীসার বার’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটের পারফিউম আর ইলেক্ট্রিক সিগারেট বিক্রির আড়ালে বিক্রি হচ্ছে মাদক হিসেবে ব্যবহৃত অবৈধ সীসা। বলা যায় মনোরম পরিবেশে ‘সীসার বার’ এর ব্যবসা। তবে সেখানে সীসা বিক্রি ও সেবনে বাধ সেধেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ৪০ কেজি সীসা, সীসা টানার ৫০টা হুক্কা ও ৩০ কেজি কয়লাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের একটি দল।

এ সময় ওই দোকানের মালিক হারুন ও তার সহযোগী রাসেলকে আটক করা হয়। গুলশান ডিসিসি মার্কেটের ৩০০/১৮ দোকান থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীসাকে মাদক হিসেবে বিক্রি, সেবন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। ‘খ’ শ্রেণির মাদক সীসার ব্যবসায় জড়িত থাকার প্রমাণ মিললে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

ঢাকা মেট্রো উত্তর অঞ্চলের রমনা জোনের ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিসিসি মার্কেটের ওই দোকানে গিয়ে দেখা যায় পারফিউম, ইলেক্ট্রিক সিগারেট, আর দেশি-বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে। তবে ভালো করে খেয়াল করে দেখা যায়, স্পেশাল কিছু, অনেকে ভেতরে আসছেন এবং যাচ্ছেন! অভিযানের বিষয়টি টের পাবার পর কাস্টমাররা সটকে পড়েন। পরে দ্রুত দোকানটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ কেজি সীসা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, মালিক হারুনের বাড়ি বাড্ডার আদর্শনগরে। এখন তার বাসায় যাওয়া হচ্ছে। সেখানেও সীসা মজুদ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।