• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কারিগরি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯  

বেসরকারি কারিগরি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন-ভাতা (এমপিও অংশ) ছাড় দেয়া হয়েছে। এবার ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট ফান্ডের জন্য ১০ শতাংশ চাঁদা কর্তন করে মঙ্গলবার বেতন-ভাতা ছাড় দেয়া হয়েছে বলে জানা গেছে।

কারিগরি শিক্ষা অধিদফতরের থেকে জানা গেছে, এতদিন অবসর সুবিধা বোর্ডের জন্য এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে যথাক্রমের অবসরে ৪ শতাংশ ও কল্যাণে ২ শতাংশ হারে মোট ৬ শতাংশ চাঁদা কর্তন করা হতো। নতুন বেতন স্কেলে অবসর ও কল্যাণ সুবিধা প্রদান করতে এবার ১০ শতাংশ চাঁদা আদায় করা হয়েছে। নির্ধারিত চারটি ব্যাংকের শাখায় শিক্ষকদের বেতন-ভাতা বাবদ অর্থের চেক জমা দেয়া হয়েছে।

গত ১৪ জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের ১০ শতাংশ চাঁদা ধার্য করা হয়েছে। এ আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি অনুদানের অংশ (এমপিও) থেকে প্রতিমাসে দুটি ফান্ডের জন্য এই ১০ শতাংশ টাকা কর্তন করে রাখা হবে বলেও জানা গেছে।