• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

জিআই সনদ পেল ৭ পণ্য

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে সনদ পেয়েছে দেশের আরও সাতটি পণ্য। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রতিনিধিদের হাতে এ সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। ডিপিডিটি মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সনদ পাওয়া পণ্যগুলো হলো- রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও আশ্বিনা আম এবং নাটোরের কাঁচাগোল্লা। এ নিয়ে এখন পর্যন্ত দেশের ১৭টি পণ্য জিআই সনদ পেল। দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি। এর পর একে একে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশি কালিজিরা, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, ইলিশ ও বাগদা চিংড়ি সনদটি পায়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, জিআই স্বীকৃতি পাওয়া পণ্যগুলো বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। দেশে মেধাসম্পদ সংরক্ষণ ব্যবস্থা যত শক্তিশালী হবে, বিদেশি বিনিয়োগ তত বাড়বে। জাতি হিসেবে যত বেশি জ্ঞানভিত্তিক উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগানো যাবে তত বেশি সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়া সহজ হবে। অনুষ্ঠানে ‘নারী এবং আইপি: উদ্ভাবনী এবং সৃষ্টিশীলতা জোরদার’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারপারসন নিহাদ কবির।