• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সরে দাঁড়াতে বলায় ‘ক্যাপ্টেন’ পরিচয় দিলেন তিনি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯  

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী শংকরাজ মজুমদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার বেলা ১১টার সময় বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতার শংকরাজ বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শংকর মজুমদারের ছেলে।

বিজিবি জানায়, শংকরাজ চেকপোস্ট এলাকায় দাঁড়িয়ে ছিলেন ভারত থেকে তার স্বজনদের আসার অপেক্ষায়। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য নায়েক রফিকুল ইসলাম তাকে একটু সরে দাঁড়াতে বললে তিনি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন বলে পরিচয় দেন। তার কথাবার্তায় সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায় তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার শংকরাজ মজুমদারের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।