• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

প্রধান বিচারপতির বাসভবনে হামলার নিন্দা, শাস্তির দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩  

বিএনপি-পুলিশের সংঘর্ষে প্রধান বিচারপতি বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানিয়ে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি এ. এইচ. এম. হাবিবুর রহমান ভুঁইয়া জানান, বিচার বিভাগের অভিভাবক প্রধান বিচারপতির সরকারি বাসভবনে কতিপয় দুষ্কৃতিকারীরা ভাঙচুর করায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।