• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

১৪ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯  

৪ জেলার ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরিয়ে আনতে বুধবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার একযোগে রাঙামাটি, দিনাজপুর, ফরিদপুর এবং রাজধানী ঢাকায় এ অভিযান চালায় সংস্থাটি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) দেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে যে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হন না এবং বিভিন্ন খাত দেখিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছেন। এ প্রেক্ষাপটে বুধবার দেশের ৪টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক।

অভিযানকালে দিনাজপুরের নবাবগঞ্জে কাঞ্চনডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিন্নাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে মোট ছয়জন প্রধান শিক্ষককে অনুপস্থিত পাওয়া যায়।

অপরদিকে ফরিদপুর সদরের চারটি বিদ্যালয়ে অভিযান পরিচালনা করে সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর-এর একটি টিম। টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে স্কুলে অনুপস্থিত পায় দুদকের টিম। অনুপস্থিত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে ফরিদপুরের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এবং হালিমা গার্লস স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দুদক।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বাধ্যতামূলকভাবে ২০০০ টাকা প্রদান ও কোচিং করতে বাধ্য করার প্রমাণ পায়। দুদক টিম এ অর্থ ফেরত দিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

এদিকে গত ২৮ জানুয়ারি ২০১৯ রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত অভিযানে প্রধান শিক্ষকের নেওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে ফের অভিযান পরিচালনা করে দুদক টিম। সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক দুদক টিমকে মুচলেকা দেন যে, অবিলম্বে অনৈতিকভাবে নেওয়া সব টাকা দুদক টিমের উপস্থিতিতে অভিভাবকদের কাছে ফেরত দেওয়া হবে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় বিরাজমান অবক্ষয় ও বিশৃঙ্খলা দূর করতে দুদকের এ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ও শিক্ষার্থীদের সমান্তরালে জনসাধারণকেও দুর্নীতিবিরোধী অবস্থানে নামতে হবে’।