• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

৯৭ শতাংশ জনগণ নতুন সরকারের সাফল্য নিয়ে আশাবাদী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯  

গবেষণা ও যোগাযোগ কৌশল উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’-এর এক জরিপে বলা হয়েছে, ‘উন্নতবাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে টানা তৃতীয় মেয়াদেরাষ্ট্রীয় ক্ষমতায় আসা শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সাফল্যের ব্যাপারে দেশের প্রায় ৯৭ শতাংশজনগণই আশাবাদী।’ ‘একাদশ জাতীয় সংসদ’ সংক্রান্ত এই জরিপের ফলাফল জানিয়ে অস্ট্রেলিয়া প্রবাসীবিশিষ্ট গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেছেন, ‘মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর টেলিফোনেরমাধ্যমে এই জরিপ করা হয়েছে।’

বর্তমানের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত টানা তিন মেয়াদ ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। ২০০৮ সালেরতাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল ‘২০২১’ সালের মধ্যে দেশকে অনুন্নত অবস্থা থেকে উন্নয়নশীলদেশে রূপান্তরিত করা এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা। সেসময় দেশেরমানুষ তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিলে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয় সরকার। যারমধ্যেকিছু কিছু প্রকল্প ওই মেয়াদেই বাস্তবায়ন করা হয়, আর বাকিগুলো থাকে চলমান।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় সরকার গঠনকরে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকার। আর সে মেয়াদেই উন্নয়নশীল দেশে প্রবেশের যোগ্যতা অর্জনকরে বাংলাদেশ। এ সময়ের মধ্যে জনগণের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্নবিভাগুলো ডিজিটালাইজড করা হয়। একই সাথে দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পালকে যুক্ত হয় বেশ কিছু মেগাপ্রকল্পের কাজও।

এসময়ের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশকে উন্নত দেশের তালিকায় পৌঁছাতে ‘২০৪১’ সালের নতুনলক্ষ্যমাত্রা ও পরিকল্পনা তুলে ধরে জাতির সামনে। যার ফলে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয়নির্বাচনেও নিরঙ্কুশ জয় পায় শেখ হাসিনার দল। যেখানে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশেররাজনীতিতে ইতিহাস গড়েন তিনি।

জরিপে বলা হয়েছে, প্রায় ৭৯ দশমিক ৫৪ শতাংশ লোক গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেতাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেয়া ভোটাররা জানান, তারা তাদের পছন্দের প্রার্থীদেরভোট দিয়েছেন।

এদের মধ্যে ৬৮ দশমিক ৪২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা মনে করেন এই ভোট সম্পূর্ণ গ্রহণযোগ্যহয়েছে। ২৪ দশমিক ৮ শতাংশ মনে করেন এই ভোট মাঝারি ধরনের গ্রহণযোগ্য হয়েছে। যেখানে অতীতসাফ‌ল্য বিবেচনায় মোট ৯৭ দশমিক ৯৪ শতাংশ ভোটারই নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারেআশাবাদী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গবেষক ও অনুষদ সদস্য কাজীআহমেদ পারভেজ জানিয়েছেন, জরিপে দেখা গেছে যে বর্তমান সরকারের অতীত উন্নয়নের ধারাবাহিকতা ওএই সরকারকে দিয়ে ভবিষ্যতেও উন্নয়নমূলক কাজ হবে এমনটা ভেবেই জনগণ নতুন করে তাদেরকেইনির্বাচিত করেছে।