• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৯ সাংবাদিক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯  

‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ পেয়েছেন ১৯ সাংবাদিক। প্রতিবছরের মতো পাঁচটি নিয়মিত ক্যাটাগরিতে মোট ৯ জন এবং এ বছর একটি ক্যাটাগরি বাড়িয়ে ১০ জন সাংবাদিককে ‘রাইজিং পোল্ট্রি রিপোর্টার্স’ পুরস্কার দেয়া হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ‘তফাজ্জল হোসেন মানিক মিয়া’ হলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) উদ্যাগে তৃতীয়বারের মতো এ পুরস্কার দেয়া হয়।

বিপিআইসিসির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, একুশে টেলিভিশনের এডিটর ইন-চিফ মঞ্জুরুল আহসান বুলবুল, যমুনা টেলিভিশনের বিজেনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (ফিআব) সভাপতি এহতেশাম বি. শাহজাহান, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ প্রমুখ।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ। দ্বিতীয় ভোরের কাগজের স্টাফ রিপোর্টার মরিয়ম সেঁজুতি এবং তৃতীয় হন দি নিউজ টুডের স্টাফ রিপোর্টার মো. মাজহারুল ইসলাম (মিচেল)।

‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক সোহেল মাহবুব।

‘টিভি ও রেডিও’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা। দ্বিতীয় এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ মাকসুদুল হাসান এবং তৃতীয় চ্যানেল-২৪ এর কৃষিবিষয়ক প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী।

বার্তা সংস্থা বা অন-লাইন ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পান জাগোনিউজ২৪.কম-এর স্টাফ রিপোর্টার মো. আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া ‘পোল্ট্রি ও কৃষিবিষয়ক ম্যাগাজিন, অনলাইন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন এগ্রিনিউজ২৪.কম-এর সম্পাদক মো. খোরশেদ আলম (জুয়েল)।

এ ছাড়াও ‘রাইজিং পোল্ট্রি রিপোর্টার্স’ পুরস্কার অর্জন করেন- টেলিভিশন চ্যানেলের পাঁচজন ও জাতীয় দৈনিকের পাঁচজন রিপোর্টার।

তারা হলেন- চ্যানেল আইয়ের রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মেহেদী হাসান (ডলার), ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ইব্রাহিম পাঠান, মোহনা টিভির স্টাফ রিপোর্টার তানজিলা নিঝুম, মাই টিভির সিনিয়র রিপোর্টার সি এম আমিনুল মজলিশ, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. শওকত আলী, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হামিদুর রহমান ভূঁইয়া (শিপন হাবীব), দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শামসুল হক মোহাম্মদ মিরাজ (মিরাজ শামস), দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক মিজান এবং দি ইনডিপেন্ডেন্টের বিজনেস রিপোর্টার শরীফ আহমেদ।

প্রথম পুরস্কার বিজয়ীকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার, দ্বিতীয় বিজয়ীকে ৪০ হাজার এবং তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। তা ছাড়া ঢাকার বাইরের দৈনিকে প্রকাশিত সংবাদ, সংবাদ সংস্থা, অনলাইন এবং পোল্ট্রি ও কৃষি ম্যাগাজিন, অনলাইনের পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ৩০ হাজার টাকার প্রাইজমানি এবং প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

‘রাইজিং পোল্ট্রি রিপোর্টার্স’ পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকার প্রাইজমানি এবং সনদ দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।