• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ নামক স্থানে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে বাজিতপুর মেডিকেলসহ ঢাকার পঙ্গু ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি আটক করে থানায় নিয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কেন্দুয়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শ্যামলী পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান।