• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঘন কুয়াশার কারণে আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৬টি ফেরি। এছাড়া নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক যানবাহন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নদী পার হতে আসা সিরিয়ালে থাকা যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এ রুটে বর্তমানে মোট ১৬টি ফেরি চলাচল করছে। নদী পারের অপেক্ষায় দৌলতাদিয়ায় যে যানবাহনগুলো সিরিয়ালে রয়েছে, ফেরি চলাচল স্বাভাবিক হলে এ সিরিয়াল থাকবে না বলেও জানান তিনি।